আমার মায়ের কয়েকটা ছাগল ছিলো। ভালো ছাগল। বিশেষ কইরা ছাগীরা। মাঝে মাঝেই এরা দুইটা কইরা বাচ্চা দিতো। এদেরই এক ছাগী দুইটা বাচ্চা দেবার পরে আমি ভাবলাম, আমার একটা দায়িত্ব আছে। আমি কাস্তে লইয়া ঘাস কাটতে গেলাম। এখনকার থেকেও আমি অনেক ছোট তখন। এমনিতে এই ছাগলেরা ঘাস কাটার কাজটা মাঠে হাঁটতে হাঁটতে নিজেরাই করতো। কিন্তু আমার …