সার্বভৌমত্বের পুরানা ধারনায় মনে হতে পারে যে বান কি মুনের ফোন বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হুমকি। কিন্তু যেকোন একটা আন্তর্জাতিক সংস্থার সদস্য হবার অর্থই হলো—সেই সংস্থা সদস্য দেশের বিভিন্ন বিষয়ে কথা বলবে, ভূমিকা রাখবে, পরামর্শ দেবে। ওআইসি বা জাতিসংঘ বা সার্ক হাসিনা-খালেদার মধ্যস্ততা করতেই পারে, তাতে সমস্যার কিছু নাই। বান কি মুনের ফোনের গুরুত্ব সম্ভবত ভিন্ন …