৩০ মার্চ ২০১৭ ড. আজাদ লিখছেন, ‘যে বই তোমায় অন্ধ করে…’, তাঁর মুরিদরা কি তাইলে নিচের কবিতার বইটা পড়বে, জায়েজ হবে তাগো জন্য? কবিতায় দেখেন, ড. আজাদ জানাইছেন–তার অনেকবার জনম হইছে; এই ভাবনা তো উনি এবং তার মুরিদের বিজ্ঞানের বাইরে, তার উপর মইরা আবার জনমের এই আইডিয়ার ডাইরেক্ট গোড়া হিন্দুধর্মে! এমন সব ধর্মের বইই তো …
All posts in জুলাই 2017

ভূঁইফোড় হইয়া উঠতে হবে আমাদের
বাংলাদেশের পলিটিক্যাল চিন্তা, আর্ট-এসথেটিক্স ১৯৭১ সালের আগের লিগেসি থেকে আজাদ করা দরকার। কেন? ১. বঙ্কিম–দীনেশচন্দ্র বাঙালির ইতিহাস লইয়া ভাবছেন, দুইজনার ভাবনার একটা মিলের জায়গা হইলো, বাঙালিও যে একসময় ইম্পেরিয়াল পাওয়ার আছিল সেই গর্ব; ওনারা গর্ব কইরা কইছেন, আজকের শ্রীলংকা থিকা জাভা-সুমাত্রা বাঙালির উপনিবেশ আছিল। কলোনিয়াল রিয়ালিটিতে কলোনিয়াল মাস্টার হইতে পারাই সিধা গর্ব, ওনারা সেই সিধা …