একটা থিয়োরি যখন রুল করতে থাকে তখন সেই থিয়োরির লোকদের আর বুদ্ধিমান থাকার দরকার হয় না। থিয়োরিটা তখন একটা খাসলত হইয়া পড়ে, আর খাসলত মানে ব্যাপারটা ইন্সটিংক্ট, চিন্তা তখন দরকারই নাই প্রায়! ব্যাপারটা অনেকটা গাড়ি চালাবার টাইমে হঠাৎ ব্রেক করার মতো; ব্রেকটা স্রেফ রিফ্লেক্স, কনসাস হিসাবে চিন্তা কইরা ডিসিশন নিতে গেলে এক্সিডেন্ট ঠেকাইতে পারবেন না, …
All posts in পাবলিক ডায়েরি
তাজউদ্দিন সিনড্রোম
১৬ জুলাই, ২০১৭ মুশতাক খানের সেমিনার/ওয়াজ শুরুর ঘন্টাখানেক পরে গেছিলাম আমি। বাংলা মোটরের গলির ভিতর বিশ্ব সাহিত্য কেন্দ্র নামের ইমারতের ৬ তলায় ১৫ জুলাই হইলো এইটা। দুই চার জন ভেন্যুটা চিনতেও পারেন। মুশতাক খানের এই ওয়াজটা আয়োজন করছিল সেন্টার ফর বাংলাদেশ স্টাডিস বা সিবিএস। ভালো লাগলো, পুরাটা শুনতে না পারলেও আলাপটা ধরতে পারছিলাম মোটামুটি। মুশতাক …
হেটারোসেক্সুয়াল ইন্টারকোর্স হিসাবে ইতিহাস বা আর্ট
জন্মকথা নামে একটা গান নাকি কোলকাতাই কবির সুমনের মন কাড়ছে। গানটা বাংলাদেশে পয়দা হওয়া, বাঙালি নেশনালিস্ট গান, তিতুমীর কলেজের কোন পোলার। শুনছেন নাকি কেউ? কবির সুমনের মন কাড়তে গানের মাঝে থাকা ‘দেশভাগ’ নামের কনসেপ্ট বেশ কামে লাগছে মনে হয়! এর বাইরে হেটারোসেক্সুয়াল একটা টেলের ভিতর দিয়া বাংলাদেশের পয়দা হওয়ারে জাহির করতেছে গানটা। শ্লোগান মার্কা গান …

কদ্দূর পাবলিক হইতে পারা উচিত?
হোয়াইট ভালো লাগে, সারা জিন্দেগি হোয়াইট পার্টনার লইয়া কাটাইছেন, এমন কেউ রেসিজম বিরোধী পলিটিক্স করলে কি কোন হিপোক্রিসি হয়? না। পার্সোনাল ইজ পলিটিক্যাল, কিন্তু প্রাইভেট আর পাবলিক স্পেসে পলিটিক্সের ডাইমেনশনে বহু তফাত। সমাজ যদি মানুষকে দখল কইরা থাকে, তবু সমাজে থাকা মানে একটা চুক্তির ভিতরে থাকা। প্রাইভেট থিকা আপনে যদি নিজের পজিশন লইয়া পাবলিকে যান …

মিতা-সখী-বন্ধু-দোস্ত-পিরিতি-গ্যাঙ রেপ
৩০ জুন ২০১৭ দুনিয়ার এই দিকে দোস্তি লইয়া অনেক গান আছে। বাংলা আর হিন্দি গান শুনছি, সিনেমায় থাকে মাঝে মাঝে। এখন মনে পড়তেছে– ক. একটাই কথা আছে…বন্ধু, বন্ধু আমার খ. ইয়ে দোস্তি, হাম নেহি গ. যাহে চার ইয়ার মিল…রাত হো গুলজার পোলাদের দোস্তি ভরপুর এদিকে, এখন মনে হয় আরো পোক্ত হইতেছে, দোস্তদের মাঝে বেঈমানী কমছে …

বাংলা সিনেমার নাম: ঘাড়তেড়া, খাইছি তোরে নাকি ‘প্রাচ্য’র পিতৃব্য’
মিরপুর পুরবীতে চলতাছে ‘ঘাড়তেড়া’। ঢাকাই বাংলা সিনেমার নাম হিসাবে ঘাড়তেড়া পছন্দ করতে পারবেন না অনেকেই, বা আরেকটা সিনেমার নাম যেমন দেখছিলাম ‘খাইছি তোরে’। পছন্দ করতে না পারা এই লোকগুলি কারা? কেন পছন্দ করতে পারেন না তারা? ঢাকাই সিনেমা লইয়া অশ্লীলতার একটা ডিসকোর্স আছে, জানি আমরা। লোকে হরদম ভাবে, অশ্লীলতা এমন কিছু যেইখানে সেক্সের কোন ব্যাপার …